ইত্তেহাদ মা'আল ইখতিলাফ এর কথা ভুলে গেলে ইসলাম বিদ্বেষী শক্তিই লাভবান হবে
লিখেছেন লিখেছেন শরীফ ঝিনুক ১৭ এপ্রিল, ২০১৩, ০৭:০৮:৫৩ সন্ধ্যা
কারো হৃদয়ে যদি ইসলামের চেয়ে গোষ্ঠীপ্রেম, রাসূল (সাঃ) এর চেয়ে নেতাপ্রেম বেশি হয়ে যায় তবে তার দ্বারা দ্বীনের কী উপকার হতে পারে? বরং নিজের নেতা, মুর্শিদের প্রতি অত্যাধিক প্রেম দেখাতে যেয়ে যখন কেউ অন্যদের প্রতি বিষোদগার করতে থাকে তখন তা দ্বীনের জন্য, মুসলমানদের ঐক্যের জন্য মারাত্নক হুমকি হয়ে দাঁড়ায়। বড় দুর্ভাগ্যের বিষয় এ বিষয়্টা আমাদের ভেতর প্রবলতর রূপ ধারন করেছে। শীর্ষ আলেমদের সিদ্ধান্ত, মনোভাবের প্রতি তোয়াক্কা নাই, নিজ নিজ প্রবৃত্তির খেয়াল অনুসারে মাঠে-ময়্দানে ঝড় তুলে আমরা দ্বীনের ক্ষতি করছি। নারী নেতৃত্ব, নেতার অবমূল্যায়ন প্রভৃতি ইস্যু নিয়ে মাতামাতি করে যে উদ্দেশ্যে উম্মতের মাঝে আজ একটা অভূতপূর্ব ঐক্য হয়েছে সেটিকেই বাধাগ্রস্ত করা হচ্ছে। ইত্তেহাদ মা'আল ইখতিলাফ এর কথা ভুলে গেলে ইসলাম বিদ্বেষী শক্তিই লাভবান হবে। সুতরাং নিজেদের ভেতর চলমান এই মনঃস্তাত্বিক লড়াই বন্ধ করুন।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন